Views Bangladesh Logo

বগুড়ায় বাসের ধাক্কায় দুই ভাই নিহত, আহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

গুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী—সহোদর আকাশ (২৫) ও আরিফ (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে। আহতরা হলেন—একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি অটোরিকশায় চালকসহ পাঁচজন শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের (ঢাকা মেট্রো–ব–১৩–২৫৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আকাশ মারা যান।


গুরুতর আহত চারজনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিকশার চালক।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ