Views Bangladesh Logo

রাজধানীতে প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্টের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত দুজনকে গুরুতরভাবে জখম করে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মরদেহ দুটির মধ্যে একটি প্রাইভেটকারের ড্রাইভারের পাশের সিটে এবং অপরটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো ছিল, তবে শরীরের বাকি অংশ ছিল অক্ষত। নিহত দুজনই পুরুষ।

মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, ভোর ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। সকাল ১১টার দিকে বেসমেন্টে গিয়ে তিনি মরদেহ দুটি দেখতে পান।

তিনি আরও জানান, গাড়ি এবং মরদেহ দুটি তাদের অপরিচিত।

এ বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার আফসানা সংবাদমাধ্যমকে বলেন, বিস্তারিত পেলে পরে জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ