Views Bangladesh Logo

ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগে জ্বালানি তেল সরবরাহের কাজের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আবদুর রহিম এবং উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগে জ্বালানি তেলের চুক্তি প্রদানের ক্ষেত্রে ঘুষ গ্রহণের ঘটনা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে মো. আবদুর রহিম ও মো. ওবায়দুল করিম খানকে সাময়িক বরখাস্ত করে।

এ ছাড়া ঘটনার সত্যতা উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেসব ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ