Views Bangladesh Logo

যান্ত্রিক ত্রুটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই ফ্লাইট বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক উড়োজাহাজের সূচি বিঘ্নিত হওয়ায় মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা থেকে কুয়েত ও চট্টগ্রাম হয়ে দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান সূত্র জানায়, দুটি ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হওয়ার কথা ছিল। উড়োজাহাজ সংকটে বিকাল ৩টা ৪৫ মিনিটের বিজি-৩৪৩ (ঢাকা-কুয়েত) এবং বিকাল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট বাতিল হয়। এসব ফ্লাইট আগামীকাল ছাড়বে বলে জানিয়েছে বিমানের জনসংযোগ বিভাগ।

এদিকে রোমে গ্রাউন্ডেড থাকা একটি ড্রিমলাইনার মেরামতে আজ পাঁচজন প্রকৌশলী পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যে তা উড্ডয়ন উপযোগী করা গেলে হোটেলে থাকা যাত্রী ও ক্রুদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

গত ১০ আগস্ট রোমে উড়োজাহাজটি বিকল হয়ে পড়ে। ২৬২ জন যাত্রী ও ক্রুকে তখন থেকেই হোটেলে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে চাকা খুলে পড়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া ও ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ার মতো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ