Views Bangladesh Logo

সোহাগ কাউন্টারে হামলায় মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন বিল্লাল তালুকদার ও বাপ্পি। তারা যথাক্রমে ওই ঘটনায় দায়ের করা মামলার ১ ও ৩ নম্বর আসামি।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার এবং কেরানীগঞ্জের মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জনের একটি দল চাপাতি, রামদা ও কিরিচসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সিকিউরিটি অফিসার বাদী হয়ে ৪ সেপ্টেম্বর রমনা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।

র‍্যাব ঘটনার পর গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের রমনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ