Views Bangladesh Logo

টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা মাছ ব্যবসায়ী উদ্ধার, তিন অপহরণকারী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের টেকনাফে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অপহৃত দুই রোহিঙ্গা মাছ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের তিন সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন- বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ শামসু ও ১১ নম্বর ক্যাম্পের আনিসুল আলম। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্প সংলগ্ন রাস্তা থেকে তাদের অপহরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ইসলামাবাদের মোহাম্মদ সাইফুল (৫০), লেঙ্গুরবিল মাঠপাড়ার মো. কবিরের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও মো. রবিউলের স্ত্রী নাসিমা আক্তার (৩০)।

স্থানীয়দের সহায়তার প্রশংসা করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কক্সবাজার জেলা পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৪০ জনকে অপহরণ করা হয়। তাদের ৮৩ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৬ জন রোহিঙ্গা শরণার্থী।

শামসু ও আনিসুল জানান, সোমবার সকালে মাছ কিনতে বালুখালী থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হন তারা। টেকনাফ বাজারে কোনো সন্ধান না পেয়ে তারা বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যেতে অটোরিকশা ভাড়া করেন। পথিমধ্যে অপহরণকারীরা তাদের আটকে বন্দুকের মুখে টাকা ছিনতাইয়ের পর পাহাড়ে নিয়ে যায়।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, স্থানীয় এক বাসিন্দা মোবাইল ফোনে অপহরণ ঘটনার ভিডিও রেকর্ড করেছেন। যা মজিব উল্লাহ ও শওকত উল্লাহ, মো. শহীদ, মো. হাশিম এবং মো. নয়নসহ সন্দেহভাজন আরও কয়েকজন অপহরণকারীকে সনাক্ত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ