Views Bangladesh Logo

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তনে ১৯ সদস্যের কমিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কার আনতে বিশিষ্ট লেখক, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরী। সদস্য সচিব করা হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজমকে।

কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে একাডেমির উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সার্বিক সাচিবিক সহায়তা দেবে বাংলা একাডেমি।

এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে সুপারিশ প্রতিবেদন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কবি, প্রাবন্ধিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সুমন রহমান, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, কবি ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও অধ্যাপক আ আ মামুন, কবি ও গবেষক সাখাওয়াত টিপু, লেখক রিফাত হাসান, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, কবি ও সাংবাদিক কাজী জেসিন, কথাসাহিত্যিক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন এবং পিআইবি-এর গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ