Views Bangladesh Logo

বগুড়ায় ১৯০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

গুড়ার শেরপুর উপজেলায় একটি বাড়ির মেঝের নিচ থেকে ১৯০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। এ বিষয়ে তদন্তের জন্য সোমবার সকালে আটককৃত দুজনকে এবং মূর্তিটি শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আবুল বাশার (৫৫) এবং সিরাজগঞ্জের রাঙ্গালিয়া এলাকার আল আমিন সরকার (৪৮)।

এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বগুড়া র‍্যাব-১২ এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন। অভিযোগে উদ্ধার হওয়া মূর্তির আনুমানিক মূল্য ২ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে র‍্যাব কর্মকর্তা হোসেন জানান, একটি জুয়েলারি ওয়ার্কশপে পরীক্ষা করার পর মূর্তিটি মূল্যবান পাথরের তৈরি বলে নিশ্চিত করা হয়েছে। শেরপুরের কুসুম্বী ইউনিয়নের আমিন গ্রামে পুকুর খননের সময় এটি প্রথম খুঁজে পান আবুল বাশার। এরপর মূর্তিটি পুকুরের কাছে একটি টিনের ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

কর্তৃপক্ষের ধারণা, মূর্তিটি বিদেশে পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানিয়েছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ