Views Bangladesh Logo

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষককে শোকজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই মাসে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঘটে যাওয়া ক্যাম্পাস অস্থিরতার ঘটনায় ১৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, তারা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের হয়রানিমূলক আচরণে জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক স্বাক্ষরিত পৃথক নোটিশগুলো সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে, যাতে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেয়া হবে না। সেই সম্পর্কে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে যে, অভিযুক্ত শিক্ষকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে ভয়ভীতি প্রদর্শন, অপমানজনক ভাষা ব্যবহার, উসকানিমূলক স্লোগান দেয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

শোকজ পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন— ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরিফিন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্ধার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, ড. মিয়া মো. রশিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ও ড. বাকী বিল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহিদুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ড. শেলিনা নাসরিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও ড. রেবা মন্ডল, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, আল-ফিকহ ও আইন বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহেদী হাসান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক।

শুধু শিক্ষকই নয়, আরও ১১ জন কর্মকর্তা ও ৩১ জন শিক্ষার্থীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ