Views Bangladesh Logo

মালয়েশিয়ায় ৮২ প্রবাসীর আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮২ জন বিদেশি স্বেচ্ছায় অভিবাসন দপ্তরে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ১৯ জন বাংলাদেশি।

রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান, আত্মসমর্পণকারীরা মেয়াদোত্তীর্ণ ভিসা সংক্রান্ত অপরাধের দায় স্বীকার করেছেন এবং দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

অভিবাসন দপ্তরের তথ্যে জানা যায়, আত্মসমর্পণকারীদের মধ্যে ইন্দোনেশিয়ান ২৯ জন, বাংলাদেশি ১৯ জন ও থাই নাগরিক ১৭ জন। এছাড়া অভিযানে আরও তিনজন বিদেশি অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছায় আত্মসমর্পণকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ