Views Bangladesh Logo

নভেম্বরে নারী-শিশুসহ নির্যাতন ও ধর্ষণের শিকার ১৮১ জন: মহিলা পরিষদ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নভেম্বর মাসে নারী ও শিশুসহ মোট ১৮১ জন বিভিন্ন ধররণের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৯ জন কন্যাশিশু ও ১৬ জন নারীসহ মোট ৪৫ জন ধর্ষণের শিকার হয়েছেন।

বাংলাদেশ মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরিসংখ্যান ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত তথ্য থেকে সংগৃহীত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকারদের মধ্যে ১৯ জন কন্যাসহ ২৮ জন একক ধর্ষণের শিকার হয়েছেন, ৯ জন কন্যাসহ ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ৩ জন, এবং ৫ জন কন্যাসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

হত্যার ঘটনা নিয়ে বলা হয়, বিভিন্ন কারণে ৭ জন কন্যা ও ৪৬ জন নারীসহ মোট ৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রহস্যজনক মৃত্যু হয়েছে ৪ জন কন্যা ও ২১ জন নারীসহ ২৫ জনের। এছাড়া ৯ জন কন্যা ও ৫ জন নারীসহ ১৪ জন আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে ২ জন কন্যাসহ ৩ জন প্ররোচনার শিকার।

যৌন সহিংসতার ঘটনায় ৮ জন কন্যা ও ৩ জন নারীসহ ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭ জন কন্যাসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং ১ জন কন্যাসহ ২ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন।

এসিডদগ্ধ হয়েছেন ১ জন কন্যাসহ ২ জন, অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন নারী। অপহরণের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ৭ জন, পাচারের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ১২ জন।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন কন্যাসহ ১৩ জন। ফতোয়া ঘটনার শিকার হয়েছেন ১ জন, বাল্যবিবাহের চেষ্টা হয়েছে ১ জন কন্যার। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন ৪ জন নারী। এছাড়া ৫ জন কন্যাসহ ৮ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

গুরুতর ও বাড়তে থাকা এই নির্যাতনের ঘটনা সামাজিক সচেতনতা ও কড়া আইন প্রয়োগের তাগিদ তুলে দিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ