Views Bangladesh Logo

১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মো. আজিজুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের অবসরে পাঠানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবর রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, শহিদুল ইসলাম, আল মাহমুদ ফাইজুল কবির, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম এবং মোহাম্মদ হোসেন।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধানমতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, সরকারী বিধান অনুযায়ী সব ধরনের অবসর সুবিধা পাবেন সংশ্লিষ্ট বিচারকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ