ভূমিকম্পে আহত হয়ে ঢামেকে ভর্তি ১৮ জন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদী।
ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন।
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র আরাফাত (২০), অর্থনীতি বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র নুরুল হুদা (২০), মোহাম্মদপুরের কামরুল আলমের মেয়ে সুবিয়া (১৪), ঢাকার কামরাঙ্গীরচরের বাদশা মিয়ার ছেলে সোহেল (৩৫), মালিবাগ চৌরাস্তা মাটির মসজিদ এলাকার হারুনুর রশিদ (৫৬), মিরেরটেকের ১৬ নম্বর গলি নির্মাণ শ্রমিক আবুল খায়ের (৬০), একই এলাকার রিকশাচালক অজ্ঞাত পুরুষ (৪০), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও মহসিন হলের আবাসিক ছাত্র তানজিল হোসেন (২৬), খিলগাঁও এলাকার হারুনুর রশিদ (৫৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও মহসিন হলের ভিপি সাদিক শিকদার (২৬), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০) ও আরমানিটোলা এলাকার (১৮) সজীব (২২)
সবাই জরুরি বিভাগের বিভিন্ন রুমে চিকিৎসাধীন আছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে