দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়লেন ১৭৮ যাত্রী
যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৭৮ জন যাত্রী।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার পরিচালিত ফ্লাইট নম্বর বিএজি-২৪৮ সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনে একটি যান্ত্রিক সমস্যা ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি স্থগিত করা হয়।
বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা বলেন, ‘উড্ডয়নের আগে রুটিন পরিদর্শনের সময় আমরা ত্রুটিটি শনাক্ত করি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি এখন গ্রাউন্ডেড করা হয়েছে।’
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে ১৭৫ জনকে আশপাশের হোটেলে রাখা হয়েছে এবং যাদের বৈধ ভিসা নেই, এমন তিনজনকে রাখা হয়েছে বিমানবন্দরের লাউঞ্জে। সকল যাত্রীর জন্য খাবারসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে বিমানের আরেকটি ফ্লাইটের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হচ্ছে, যা বুধবার রাতে দুবাই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মেরামত শেষে বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
ফ্লাইট বিলম্বে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সিলেটের যাত্রী আব্দুল আহাদ জিহাদি বলেন, “আমরা সময়মতো বোর্ডিং করেছি, কিন্তু উড্ডয়নের আগে জানানো হয় যান্ত্রিক সমস্যা হয়েছে। এখন হোটেলে আছি, জানি না কবে বাড়ি ফিরতে পারব।”
আবুধাবির যাত্রী হাবিব আহমেদ বলেন, “ঢাকায় দ্রুত পৌঁছানোর জন্য এই ফ্লাইটটি বেছে নিয়েছিলাম। কিন্তু এখন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে