লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা মোট ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে ১৭২ জনকে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছিল এবং বাকি চারজন আইওএমের একটি আশ্রয়কেন্দ্রে ছিলেন।
অনিয়মিতভাবে বিদেশে বসবাসকারী নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদেরকে বৈধ পথে বিদেশ ভ্রমণের আহ্বান জানায় মন্ত্রণালয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে