২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭৩ জন
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জনে।
তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ১১০ জনে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
ডিজিএইচএসের তথ্যমতে, নতুন আক্রান্ত রোগীরা বিভিন্ন এলাকায় ভর্তি হয়েছেন এভাবে: বরিশাল বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে ২৩ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা বিভাগে ২৫ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩ জন, খুলনা বিভাগে ১০ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ১৪ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং রংপুর বিভাগে ২৭ জন (সিটি করপোরেশনের বাইরে)।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে