Views Bangladesh Logo

বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র উপপরিচালক আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটি ব্যাংকের বুথ থেকে ৫ কোটি টাকা উদ্ধার করেছেন আনসার সদস্যরা। উদ্ধার অভিযানে অংশ নেয়া ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ করছেন।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। একে একে ঘটনাস্থলে ৩৭টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ