Views Bangladesh Logo

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রস্তুতি

৩০০ ফিট ও কুড়িল এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় জনসমাগম বাড়তে থাকে।

এই কর্মসূচিকে ঘিরে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই কুড়িল বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব অ্যাম্বুলেন্স অবস্থান নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তুত রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে- ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্যসেবা’। অ্যাম্বুলেন্সগুলোতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে এবং প্রতিটির সঙ্গে মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

অ্যাম্বুলেন্সচালক সুমন জানান, সমাবেশ শুরুর আগেই সবগুলো অ্যাম্বুলেন্স পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। কোনো নেতা-কর্মী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকবে।


এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতির চিত্রও চোখে পড়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ