১৩ মাসে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার সড়ক অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকাসহ আশপাশের সড়কে ১ হাজার ৬০৪টি সড়ক অবরোধ হয়েছে, যা করেছে দেশের ১২৩টি সংগঠন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা জানান, 'দায়িত্ব নেয়ার পর ঢাকায় ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন পরিচালনা করেছে। এসবের ফলে জনদুর্ভোগ ও তীব্র যানজট সৃষ্টি হয়। একটি রাস্তার সামান্য অংশও বন্ধ হলে পুরো শহরের চলাচলে প্রভাব পড়ে।'
উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, 'দাবি-দাওয়া ও প্রতিবাদের অধিকার সবার আছে। তবে তা যেন রাস্তায় না হয়, বরং নির্দিষ্ট মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো স্থানে আয়োজন করা হোক। এতে জনদুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।'
স্থান নির্ধারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমরা আগে থেকে নির্ধারণ করব না। যারা কর্মসূচি দিতে চাইবে, তারা অনুমতি চাইলে আমরা স্থান নির্ধারণ করে দেব। আমাদেরও ইচ্ছে নেই কেউ জনদুর্ভোগ সৃষ্টি করুক।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে