Views Bangladesh Logo

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৬

ঢাকার মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় ও সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার মাগরিবের নামাজের পর জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এতে ১৬ জন আহত হন।

উপ-কমিশনার মঈনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ