চট্টগ্রামে ‘কেএনএফের’ আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি পোশাক কারখানা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে ইউনিফর্মগুলো জব্দ করা হয়।
ইউনিফর্ম জব্দের ঘটনায় পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি এ ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
কেএনএফের ইউনিফর্ম জব্দের বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা না হলেও সিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যমতে, এখন পর্যন্ত তিন দফায় কেএনএফের পোশাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মে নগরীর অক্সিজেন নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস পোশাক জব্দ করা হয়। এরপর গত সোমবার নগরীর একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫ পিস পোশাক জব্দ করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে