পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় ৫ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি ইলিশ পরিবহন, গোসাইরহাট এক্সপ্রেস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে