Views Bangladesh Logo

চট্টগ্রামে ১৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৪৩ জন প্রার্থী।

আজ সোমবার শেষ দিনে এসব মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন ১০ জন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এ আসনে মনোনয়ন জমা দেন ৯ প্রার্থী। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহের বিপরীতে জমা দিয়েছেন ৫ প্রার্থী। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ১১ জনের বিপরীতে ১০ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৬ জনের বিপরীতে ১০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৯ জনের বিপরীতে ৫ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ জনের বিপরীতে ৯ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ১১ জনের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়ন জমা দেন।

এছাড়া, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ২৩ জনের বিপরীতে ১২ জন, চট্টগ্রাম-১০(পাহাড়তলী) আসনে ১৭ প্রার্থীর বিপরীতে ১১, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ২৩ প্রার্থীর বিপরীতে ১৩, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৮ প্রার্থীর বিপরীতে ১১ , চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ১৫ জনের বিপরীতে ৯, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ২১ জনের বিপরীতে ৯, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৮ জনের বিপরীতে ৩ এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১ জনের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সংশোধন করা তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর (আজ)। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ