Views Bangladesh Logo

সকালে পঞ্চগড়ের তাপমাত্রা ছিল ১৪.২

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।গত কয়েক দিন ধরেই এ অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, বৃহস্পতিবার ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘ভোররাতে ঠান্ডা বাতাস বেশি সক্রিয় থাকায় তাপমাত্রা দ্রুত নেমে যায়। তবে সূর্য উঠলে স্বাভাবিকভাবেই কিছুটা উষ্ণতা ফেরে। টানা কয়েক দিন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে। চলতি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ