Views Bangladesh Logo

বাংলাবান্ধা দিয়ে নেপালে ১৪০৭ মেট্রিক টন আলু রপ্তানি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে নেপালে ১ হাজার ৪০৭ মেট্রিক টন বাংলাদেশি আলু রপ্তানি করা হয়েছে ।

এস্টারিক্সসহ প্রায় বেশ কয়েকটি জাতের আলু নিয়ে দিনভর ৬৭টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়ক পথে সীমান্ত অতিক্রম করে।

বৃহস্পতিবার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার ২৮টি ট্রাকে ৫৮৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১০ মাসে ৩৯ হাজার ৩৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

নুর হাসান বলেন, ‘আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। নেপালে দেশি আলুর চাহিদা অনেক বেশি থাকায় দিন দিন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ