Views Bangladesh Logo

পুলিশের জ্যেষ্ঠ ১৪ কর্মকর্তাকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে দেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজিদের মধ্যে রয়েছেন ডিএমপির সুলতানা নাজমা হোসেন, যিনি ট্যুরিস্ট পুলিশে যোগ দেবেন। ডিএমপির মো. ছালেহ উদ্দিনকে র‍্যাবে, চট্টগ্রাম মেট্রোপলিটনের মো. হুমায়ুন কবিরকে পিবিআইয়ে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিটে, পিবিআইয়ের মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং বিএমপির মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। এ ছাড়া ওএসডি আসমা সিদ্দিকা মিলিকে ঢাকা টিডিএসে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, বদলি হওয়া সাত পুলিশ সুপারের মধ্যে রয়েছেন ডিএমপির গৌতম কুমার বিশ্বাস, যিনি চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। বরিশাল পিবিআইয়ের মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, রেলওয়ে পুলিশের শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পাঠানো হয়েছে। পিবিআইয়ের মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন ও আবু তোরাব মো. শামসুর রহমান হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করবেন। এছাড়া এসবির মো. আমীর খসরুকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ