অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনের সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ জন নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উপদেষ্টার কক্ষের দরজা অবরুদ্ধ করে রাখেন এবং দীর্ঘ সময় তাকে বাইরে যেতে বাধা দেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় অর্থ উপদেষ্টা সচিবালয় ত্যাগ করেন।
সাবেক শীর্ষ আমলারা এই ঘটনাকে প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সচিবালয়ের মতো সংবেদনশীল এলাকায় একজন উপদেষ্টাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা শুধু নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং প্রশাসনিক শৃঙ্খলার একটি উদ্বেগজনক চিত্রও তুলে ধরেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে