Views Bangladesh Logo

ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ১৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা ও ঘোষালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে গ্রেপ্তারদের মধ্যে আটজন নারী, চারজন পুরুষ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর বিওপি-র একটি টহল দল বাঘাডাঙ্গা ও ঘোষালপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মহেশপুরে অবস্থিত বিজিবি ব্যাটালিয়ন-৫৮-এর সহকারী পরিচালক মেজর এমাদুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ