ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ঠাকুরগাঁও জেলা
বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ ঠাকুরগাঁও। উত্তর-পশ্চিমাঞ্চলে ভারত সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের অন্তর্গত। এই জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে ৩টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই পুরো জেলায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
ঠাকুরগাঁও-১ (জাতীয় সংসদের আসন নম্বর-৩):
ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪,৮০,৬০৯। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪০,৯৮৩ ও নারী ভোটার ২,৩৯,৬২২ জন। ৪ জন আছে হিজড়া ভোটার।
প্রার্থী: ঠাকুরগাঁও-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. খাদেমুল ইসলাম।
এই আসনে ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে মো. খাদেমুল ইসলাম, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. খাদেমুল ইসলাম, ১৯৯৬ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. খাদেমুল ইসলাম, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২০০৮ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে রমেশ চন্দ্র সেন সংসদ সদস্য নির্বাচিত হন।
ঠাকুরগাঁও-২ (জাতীয় সংসদের আসন নম্বর-৪):
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনটি।
এই আসনে মোট ভোটার ৩,৪০,০৪৯। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৫,২৩২ ও নারী ভোটার রয়েছেন ১,৬৪,৮১৬ জন। ১ জন আছেন হিজড়া ভোটার।
প্রার্থী: ঠাকুরগাঁও-২ আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আব্দুল হাকিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে সাহাবউদ্দিন আহাম্মেদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে মো. নাহিদ-রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. রেজাউল করিম, জাতীয় পার্টি থেকে নুরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদ থেকে মো. ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো জুলফিকার মর্তুজা চৌধুরী।
আসনটিতে ১৯৮৬ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে দবিরুল ইসলাম, ১৯৯১ সালেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে দবিরুল ইসলাম, এরপর দল পরিবর্তণ করে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দবিরুল ইসলাম এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে দবিরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন।
ঠাকুরগাঁও-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-৫):
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকাইল উপজেলার রানীশংকাইল পৌরসভা ও এ উপজেলার ছয়টি ইউনিয়ন (নেকমরদ ইউনিয়ন, হোসেনগাঁও ইউনিয়ন, লেহেম্বা ইউনিয়ন, বাচোর ইউনিয়ন, রাতোর ইউনিয়ন ও নন্দুয়ার ইউনিয়ন) নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। এই আসনটিতে মোট ভোটার রয়েছে ৩,৪৪,৩৬০। এর মধ্যে পুরুষ ১,৭৪,৯৭০ ও নারী ভোটার রয়েছে ১,৬৯,৩৯০ জন।
প্রার্থী: আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. জাহিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. মিজানুর রহমান, জাতীয় পার্টি থেকে হাফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে কমলা কান্ত রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে প্রভাত সমীর শাহজাহান আলম. ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আল আমিন ও বাংলাদেশ মুসলিম লীগ থেকে এস এম খলিলুর রহমান সরকার, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. মামুনুর রশিদ মামুন, স্বতন্ত্র মোছা. আশা মনি এবং বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে মো. আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও-৩ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোহাম্মদ শহীদুল্লাহ, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোকলেসুর রহমান, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমদাদুল হক, ২০০১ সালে জাতীয় পার্টি (এরশাদ) থেকে হাফিজ উদ্দিন আহম্মেদ ও ২০০৮ সালেও জাতীয় পার্টি (এরশাদ) থেকে হাফিজ উদ্দিন আহম্মেদ সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে