Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পিরোজপুর জেলা

পিরোজপুর জেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের অবস্থান প্রায় কাছাকাছি। দেশে যেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমনটাই দেখা গেছে। অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই তাই পাল্টে গেছে পিরোজপুরের ভোটের অবস্থা। এখানে এবার লড়াই হতে পারে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের মধ্যে। দেখে নেয়া যাক পিরোজপুরের জেলার ৩টি নির্বাচনী আসনের চিত্র।

পিরোজপুর-১ (জাতীয় সংসদের আসন নম্বর-১২৭): পিরোজপুর সদর উপজেলা, ইন্দুরকানী উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে পিরোজপুর-১ আসনটি গঠিত।


প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র ২ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আলমগীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ১৯৯১ সাালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সুধাংশু শেখর হালদার, ১৯৯৬ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দেলাওয়ার হোসাইন সাঈদী ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এ কে এম এ আউয়াল সংসদ সদস্য নির্বাচিত হন।

পিরোজপুর-২ (জাতীয় সংসদের আসন নম্বর-১২৮): 
জেলার কাউখালী উপজেলা, ভান্ডারিয়া উপজেলা, নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনটি।


প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আহম্মদ সোহেল মনজুর, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঈগল প্রতীকে ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোঃ আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো আনিসুর রহমান, জাতীয় পার্টি - জেপি থেকে বাইসাইকেল প্রতীকে মো মাহিবুল হোসেন, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মাহমুদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে শামীম সাঈদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জু, ১৯৯৬ সালে জাতীয় পার্টি (এরশাদ) থেকে আনোয়ার হোসেন মঞ্জু, ১৯৯৬ সালে উপ-নির্বাচন জাতীয় পার্টি (এরশাদ) থেকে তাসমিমা হোসেন, ২০০১ সালে জাতীয় পার্টি (মঞ্জু) থেকে আনোয়ার হোসেন মঞ্জু ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাহ আলম সংসদ সদস্য নির্বাচিত হন।

পিরোজপুর-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-১২৯): পিরোজপুর-৩ আসনটি জেলার মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত।


প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো রুস্তম আলী ফরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে মো রুহুল আমীন দুলাল, স্বতন্ত্র ফুটবল প্রতীকে তৌহিদুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে মো শামীম হামিদী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মোটরগাড়ি (কার) প্রতীকে করিম সিকদার ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো মাশরেকুল আজম (রবি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ থেকে মহিউদ্দিন আহমেদ, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে রুস্তম আলী ফরাজী, ২০০১ সাালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে রুস্তম আলী ফরাজী ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আনোয়ার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ