ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড় জেলা
হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পাদদেশে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। রংপুর বিভাগের এই জেলা থেকেই বাংলাদেশের সংসদীয় আসন গণনা শুরু হয়েছে। জেলার আসন সংখ্যা দুটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই এই জেলায় পুরোদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
পঞ্চগড়-১ (সংসদীয় আসন নম্বর-১):
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসন। পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪৫৮,২৬০, এরমধ্যে পুরুষ ভোটার ২২৯,১১৯ ও নারী ভোটার ২২৯,১৪৬। এখানে মোট কেন্দ্র ১৫৫।
প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে এবার লড়বেন মোট সাতজন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মুহাম্মদ নওশাদ জমির। তার বাবা বারিস্টার জমির উদ্দিন সরকার এই আসনের এমপি ছিলেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পীকার ও বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। এছাড়া পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন মো. সারজিস আলম, যিনি দলটির প্রধান সংগঠক (উত্তর অঞ্চল)। গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. মাহাফুজার রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) থেকে মো. আব্দুল ওয়াদুদ (বাদশা), বাংলাদেশ লেবার পার্টি থেকে মো. ফেরদাউস আলম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে নাজমুল হক প্রধান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে (বিএনএফ) মো. সিরাজুল ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন।
এই আসনে ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে সিরাজুল ইসলাম, ১৯৯১ সালে বিএনপি থেকে মির্জা গোলাম হাফিজ, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে জমির উদ্দিন সরকার এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ মজাহারুল হক প্রধান নির্বাচিত হন।
পঞ্চগড়-২, (সংসদীয় আসন নম্বর-২):
বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনটি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪১৩,২৬৫, মোট কেন্দ্র ১৩২, পুরুষ ভোটার ২০৭,৩৬৭, নারী ভোটার ২০৫,৮৯৫ এবং হিজড়া ভোটার ৩ জন।
প্রার্থী: এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো সফিউল আলম, সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ থেকে এমরান আল আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ কামরুল হাসান প্রধান নির্বাচনে অংশ নিচ্ছেন।
এই আসনে ১৯৮৬ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোহাম্মদ ফরহাদ, ১৯৯১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোজাহার হোসেন, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোজাহার হোসেন এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের নূরুল ইসলাম সুজন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে