ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পাবনা জেলা
ভোটের মাঠে বিএনপি ও আওয়ামী লীগ প্রায় সমানে সমান পাবনা জেলা । দেশে বিগত দিনে অনুষ্ঠিত মোটামুটি স্বচ্ছ (বিগত ৩টি নির্বাচন ছাড়া) নির্বাচনগুলোর ফলাফলেই তা দেখা গেছে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে জেলার ভোটের হিসাবও। দেখে নেয়া যাক অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার ৫টি আসনের চিত্র।
পাবনা-১ (জাতীয় সংসদের আসন নম্বর-৬৮): পাবনা-১ আসনটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আব্দুল গনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ নাজিবুর রহমান, স্বতন্ত্র অধ্যাপক আবু সাইয়িদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি.এন.পি থেকে মো শামসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মতিউর রহমান নিজামী, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবু সাইয়িদ, ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মতিউর রহমান নিজামী ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শামসুল হক টুকু সংসদ সদস্য নির্বাচিত হন।
পাবনা-২ (জাতীয় সংসদের আসন নম্বর-৬৯): পাবনা জেলার সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-২ আসনটি। প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে গণফোরাম থেকে সেখ নাছির উদ্দিন সেখ, জাতীয় পার্টি থেকে মো মেহেদী হাসান রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো আফজাল হোসেন খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি থেকে এ, কে, এম, সেলিম রেজা হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ওসমান গণি খান, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আহমেদ তফিজ উদ্দিন, ১৯৯৮ সালে উপ-নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবদুল করিম খন্দকার, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এ কে এম সেলিম রেজা হাবিব ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবদুল করিম খন্দকার সংসদ সদস্য নির্বাচিত হন।
পাবনা-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-৭০): পাবনা জেলার চাটমোহর উপজেলা এবং ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসনটি ।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে কে, এম, আনোয়ারুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো হাসানুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো আব্দুল খালেক, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) থেকে একতারা প্রতীকে মো মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মুহাম্মাদ আলী আছগার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে মো হাসান জাফির তুহিন, গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে সরদার আশা পারভেজ ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মীর নাদিম মোহাম্মদ ডাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ওয়াজি উদ্দিন খান, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সাইফুল আজম, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ওয়াজি উদ্দিন খান, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কে এম আনোয়ারুল ইসলাম ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মকবুল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।
পাবনা-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-৭১): পাবনা জেলার আটঘরিয়া উপজেলা ও ঈশ্বরদী উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনটি।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে মো সোহাগ হোসেন,স্বতন্ত্র মোটর সাইকেল মো জাকারিয়া পিন্টু, নাগরিক ঐক্য কেটলি শাহনাজ হক, জাতীয় পার্টি লাঙ্গল মো সাইফুল আজাদ মল্লিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মোঃ আবু তালেব মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি ধানের শীষ মোঃ হাবিবুর রহমান (হাবিব) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মোঃ আনোয়ার শাহ্ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে ১৯৮৬ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে পাঞ্জাব আলী বিশ্বাস, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সিরাজুল ইসলাম সরদার, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শামসুর রহমান শরীফ, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শামসুর রহমান শরীফ ও ২০০৮ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শামসুর রহমান শরীফ সংসদ সদস্য নির্বাচিত হন।
পাবনা-৫ (জাতীয় সংসদের আসন নম্বর-৭২): পাবনা জেলার পাবনা সদর উপজেলা নিয়ে পাবনা-৫ আসনটি গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখামো প্রতীকে নাজমুল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে মোঃ শামছুর রহমান শিমুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো ইকবাল হোসাইন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঈগল প্রতীকে মো আব্দুল মজীদ মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে রফিকুল ইসলাম বকুল, ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আব্দুস সুবহান, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে রফিকুল ইসলাম বকুল, ২০০০ সালে উপ-নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাজহার আলী কাদেরী, ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আব্দুস সুবহান ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক খন্দকার প্রিন্স সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে