ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নাটোর জেলা
ভোটের সমীকরণে রাজশাহী বিভাগের নাটোর জেলা মূলতো বিএনপি অধ্যুষিত এলাকা। তবে এই জেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও বিগত কয়েকটি সংসদ নির্বাচনে বেশ কয়েকটি আসন পেয়েছে। সর্বশেষ তিনটি নির্বাচন ছাড়া অন্য নির্বাচনে জেলার ৪টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাপট দেখালেও প্রতিটি আসনে হাড্ডাহাড্ডি লাড়াই করেছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ থাকছে না তাই পাল্টে গেছে জেলার ভোটের হিসাবও। দেখে নেয়া যাক নাটোরের ৪টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।
নাটোর-১ (জাতীয় সংসদের আসন নম্বর-৫৮): জেলার লালপুর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনটি।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। তাদের মধ্যে গণসংহতি আন্দোলন থেকে মো সেন্টু আলী, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো মেহেদী হাসান, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মোহাম্মদ ইয়াসির আরশাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো আবুল কালাম আজাদ, খেলাফত মজলিস থেকে মো আজাবুল হক, স্বতন্ত্র মো বাবু হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে এএসএম মোকাররেবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে ফারজানা শারমীন, স্বতন্ত্র কলস প্রতীকে মো তাইফুল ইসলাম টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো আব্দুল্লাহিল বাকী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল প্রতীকে মো আনছার আলী, স্বতন্ত্র এ, এস, এম, জাহাঙ্গীর হোসেন ও স্বতন্ত্র হরিণ প্রতীকে মো মোয়াজ্জেম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাটোর-১ আসনে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী মমতাজ উদ্দিন, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফজলুর রহমান পটল, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফজলুর রহমান পটল, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফজলুর রহমান পটল ও ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে আবু তালহা সংসদ সদস্য নির্বাচিত হন।
নাটোর-২ (জাতীয় সংসদের আসন নম্বর-৫৯): নাটোর-২ আসনটি জেলার নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণসংহতি আন্দোলন থেকে মাথাল প্রতীকে তাহামিদা ইসলাম তানিয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে জি, এ, এ, মুবিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো ইউনুস আলী, স্বতন্ত্র ফুটবল প্রতীকে ড. মো নূরন্নবী মৃধা, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো রকিব উদ্দিন (কমল), স্বতন্ত্র সাবিনা ইয়াসমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোহাম্মদ আলী সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শংকর গোবিন্দ চৌধুরী, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে রুহুল কুদ্দুছ তালুকদার দুলু ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো আহাদ আলী সরকার সংসদ সদস্য নির্বাচিত হন।
নাটোর-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-৬০): নাটোর জেলার সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনটি।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে টিংকু সরদার, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে এস,এম, জার্জিস কাদির, স্বতন্ত্র ফাতেমা খানম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে মো আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো সাইদুর রহমান, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো আশীক ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো খলিলুর রহমান, স্বতন্ত্র মো দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মো দাউদার মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে ১৯৮৬ সালে স্বতন্ত্র ইয়াকুব আলী, ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবু বক্কর শেরকোলী, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কাজী গোলাম মোর্শেদ, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কাজী গোলাম মোর্শেদ ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জুনাইদ আহমেদ পলক সংসদ সদস্য নির্বাচিত হন।
নাটোর-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-৬১): নাটোর-৪ আসনটি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে মো আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোঃ এমদাদুল্লাহ্, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঈগল প্রতীকে মো মোকছেদুল মোমিন ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এম ইউসুফ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আব্দুল কুদ্দুস, ১৯৯৬ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আব্দুল কুদ্দুস, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মোজাম্মেল হক ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবারও আব্দুল কুদ্দুস সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে