ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মেহেরপুর জেলা
মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাতে মোট আসন ২টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই পুরো জেলায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
মেহেরপুর -১(সংসদীয় আসন ৭৩): মেহেরপুর-১ আসনটি মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০,০৩৭। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৪৯,৫৫৬ এবং নারী ভোটারের সংখ্যা ১,৫০,৪৮০। হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ১ জন।
প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী চার জন। নির্বাচনে জাতীয় পার্টি থেকে মো আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মাসুদ অরুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো তাজউদ্দীন খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোহা মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৮৬ সালে মোহাম্মদ সহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন। ১৯৮৮ সালে রমজান আলী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে আব্দুল মান্নান আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬ সালের নির্বাচনে আহম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে ১৯৯৯ সালের উপ-নির্বাচনে আবারও আব্দুল মান্নান আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে মাসুদ অরুণ বিএনপি থেকে বিজয়ী হন। ২০০৮ সালে জয়নাল আবেদীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ফরহাদ হোসেন ধারাবাহিকভাবে আওয়ামী লীগের হয়ে জয়ী হন।
মেহেরপুর-২ (সংসদীয় আসন৭৪): মেহেরপুর-২ আসনটি মেহেরপুর জেলার গাংনী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৫,৯৩২। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,২৭,৪৯৫ এবং নারী ভোটারের সংখ্যা ১,২৮,৪৩৫। হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ২ জন।
প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী তিনজন।নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো আমজাদ হোসেন, জাতীয় পার্টি থেকে মো আব্দুল বাকী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো নাজমুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নুরুল হক সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালে বাংলাদেশ ফ্রিডম পার্টির বজলুল হুদা বিজয়ী হন। ১৯৯১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আব্দুল গনি আসনটি জয় করেন। একই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে আবারও বিএনপির আব্দুল গনি সংসদ সদস্য নির্বাচিত হন। তবে জুন ১৯৯৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন বিজয় অর্জন করেন।
২০০১ সালের নির্বাচনে পুনরায় বিএনপির আব্দুল গনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন এই আসনে জয় পান। ২০১৪ সালের নির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাহিদুজ্জামান খোকন বিজয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে