Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মানিকগঞ্জ জেলা

ভোটের মাঠে ঢাকা বিভাগের মধ্যে বিএনপির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মানিকগঞ্জ। তবে বেশ কয়েকটি নির্বাচনে বেশ কিছু আসনে আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখিয়েছে। বিগত নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া) ফলাফল থেকে তেমনটাই দেখা গেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ না থাকায় এবার নতুন করে ভোটের হিসাব করছে জেলাবাসী। এক নজরে দেখে নেয়া যাক মানিকগঞ্জ জেলার ৩টি আসনের নির্বাচনী লড়াইয়ের সামগ্রিক অবস্থা।

মানিকগঞ্জ- ১ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৮): 
এই আসনের আয়তন ৫৮৪.২৭ বর্গ কিলোমিটার। জেলার শিবালয়ম , ঘিওর ও দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ- ১ আসন। এখানকার মোট ভোটার ৪,৬১,৯৪২। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১,৮৫৭, নারী ভোটার ২,৩০,০৮১ ও হিজড়া ভোটার ৪ জন।

প্রার্থী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে এস এ জিন্নাহ কবীর, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মোহাম্মদ ইলিয়াছ হুছাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. খোরশেদ আলম, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মো. তোজাম্মেল হক ও জনতার দল থেকে কলম প্রতীকে মোহাম্মদ শাহজাহান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে খোন্দকার দেলোয়ার হোসেন, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে খোন্দকার দেলোয়ার হোসেন, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে খোন্দকার দেলোয়ার হোসেন ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এবিএম আনোয়ারুল হক সংসদ সদস্য নির্বাচিত হন।

মানিকগঞ্জ-২ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৯):
জেলার সিঙ্গাইর উপজেলা, হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, পুটাইল ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৪,৭২,৬২২ জন। এর মধ্যে পুরুষ ২,৩৭,২০৫, নারী ২,৩৫,৪১৩ ও হিজড়া ভোটার ৪ জন।

প্রার্থী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে খেলাফত মজলিস থেকে দেওয়াল ঘড়ি প্রতীকে মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতেীকে মঈনুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোহাম্মদ আলী ও জাতীয় পার্টি লাঙ্গল থেকে এস, এম, আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে হারুনার রশীদ খান মুন্নু, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে হারুনার রশীদ খান মুন্নু, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে হারুনার রশীদ খান মুন্নু, ২০০১ সালে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামসুদ্দিন আহমেদ ও ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে এস. এম. আব্দুল মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন।

মানিকগঞ্জ-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-১৭০): জেলার সাটুরিয়া উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলার নিয়ে মানিকগঞ্জ-৩ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৪,০০০৫৯ জন। এর মধ্যে পুরুষ ১,৯৯৩৯৮, নারী ২,০০৬৬০ ও হিজড়া ভোটার ১ জন।

প্রার্থী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টি - জেপি থেকে বাইসাইকেল প্রতীকে মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আফরোজা খানম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে সামসুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে মুহাম্মদ সাঈদনূর, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে রফিকুল ইসলাম খান, স্বতন্ত্র সূর্যমুখী ফুল প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল, স্বতন্ত্র ফুটবল প্রতীকে মো. আতাউর রহমান আতা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ থেকে মোটরগাড়ি (কার) প্রতীকে মো. শাহজাহান আলী ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আবুল বাশার বাদশা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নিজাম উদ্দীন খান, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নিজাম উদ্দীন খান, ১৯৯৬ সালে উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আব্দুল ওহাব খান, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে হারুনার রশীদ খান মুন্নু ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাহিদ মালেক সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ