ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাগুরা জেলা
ভোটের মাঠে মাগুরা জেলায় আওয়ামী লীগ অবস্থান বরাবরই ভালো ছিলো। দেশে বিগত দিনে অনুষ্ঠিত মোটামুটি স্বচ্ছ (বিগত ৩টি নির্বাচন ছাড়া) নির্বাচনগুলোর ফলাফলে তেমনটাই দেখা গেছে। তবে অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে জেলার ভোটের চিত্রও। এই জেলায় এবার লড়াই হবে মূলতো বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক মাগুরা জেলার ২টি নির্বাচনী আসনের চিত্র।
মাগুরা-১ (জাতীয় সংসদের আসন নম্বর-৯১): জেলার শ্রীপুর উপজেলা, মাগুরা সদর উপজেলা ( শত্রুজিৎপুর ইউনিয়ন, গোপালগ্রাম ইউনিয়ন, কুচিয়ামোড়া ইউনিয়ন, বেরইল পলিতা ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসনটি গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মতিন আব্দুল মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো নাজিরুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীকে শম্পা বসু, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো মনোয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে কাজী রেজাউল হোসেন ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো জাকির হোসেন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মজিদ-উল-হক এবং ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোহাম্মদ সিরাজুল আকবর সংসদ সদস্য নির্বাচিত হন।
মাগুরা-২ (জাতীয় সংসদের আসন নম্বর-৯২): মাগুরা জেলার শালিখা উপজেলা, মহম্মদপুর উপজেলা, এবং সদর উপজেলার অংশবিশেষ শত্রুজিৎপুর ইউনিয়ন, গোপালগ্রাম ইউনিয়ন, কুচিয়ামোড়া ইউনিয়ন, বেরইল পলিতা ইউনিয়ন নিয়ে মাগুরা-২ আসনটি গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো মুশতারশেদ বিল্লাহ, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মশিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে নিতাই রায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ১৯৮৬ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোহাম্মদ আছাদুজ্জামান, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোহাম্মদ আছাদুজ্জামান, ১৯৯৪ উপ-নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কাজী সালিমুল হক কামাল, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বীরেন শিকদার, ২০০১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কাজী সালিমুল হক কামাল ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বীরেন শিকদার সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে