ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: লালমনিরহাট জেলা
লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার আসন সংখ্যা ৩ টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই এই জেলায় পুরোদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
লালমনিরহাট-১ (সংসদীয় আসন নম্বর-১৬): লালমনিরহাট-১ আসনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৩,৭৬,১২২। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৮,৬৬৪, নারী ভোটার ১,৮৭,৪৫৭, হিজড়া ভোটার ১।
প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে এবার লড়বেন মোট চারজন প্রার্থী। এই আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) থেকে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করবেন হাবিব মো ফারুক, স্বতন্ত্র থেকে লড়বেন শিহাব আহমেদ। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়া এবং বাংলাদেশ লেবার পার্টি থেকে মো শুভ আহমেদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
আসনটিতে ১৯৮৬ এবং ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে জয়নাল আবেদিন সরকার এবং ১৯৯৬ সালে বিএনপি থেকে হাসানুজ্জামান হাসান, ১৯৯৬ সালে পুনরায় জাতীয় পার্টির জয়নাল আবেদিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হোন। পরবর্তী সময়ে (২০০১- ২০২৪) সাল পর্যন্ত আওয়ামী লীগের মোতাহের হোসেন সংসদ সদস্য ছিলেন।
লালমনিরহাট-২ (সংসদীয় আসন নম্বর ১৭): লালমনিরহাট-২ আসনটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪,০২,০৩৪। এর মধ্যে পুরুষ ভোটার ২,০১,৭০৭ ও নারী ভোটার ২,০০,৩২৭।
প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে এবার লড়বেন মোট চারজন প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলন থেকে মো মাহফুজুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে নিমাই চন্দ্র রায়, জাতীয় পার্টি থেকে মো এলহান উদ্দিন এবং স্বতন্ত্র থেকে লড়বেন মো মমতাজ আলী।
এই আসনে ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মজিবুর রহমান বিজয়ী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সালেহ উদ্দিন আহমেদ নির্বাচিত হলেও একই বছরের পরবর্তী নির্বাচনে আবারও জাতীয় পার্টির প্রার্থী মজিবুর রহমান আসনটি পুনরুদ্ধার করেন। ২০০১ সালের নির্বাচনে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মজিবুর রহমান জয়ী হন। এরপর ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি সংসদ নির্বাচনেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদ ধারাবাহিকভাবে বিজয় অর্জন করেন।
লালমনিরহাট ৩ ( সংসদীয় আসন নম্বর-১৮): লালমনিরহাট-৩ আসনটি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ২,৮৫,৫৭৪ জন। এর মধ্য পুরুষ ভোটার ১,৪৩২১২জন, নারী ভোটার ১, ৪২,৩৬১ জন এবং হিজড়া ভোটার ১ জন।
প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে জাতীয় পার্টি থেকে মো জাহিদ হাসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মধু সুদন রায়, গণসংহতি আন্দোলন থেকে দীপক কুমার রায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৮৬ সালের সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন জয়ী হন। পরের নির্বাচনে, ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ আসনটি জয়ী হন ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টি আবারও এই আসনে জয় পায়। ১৯৯৬ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসাদুল হাবিব দুলু নির্বাচিত হলেও একই বছরের জুনে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে আবারও বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু জয়ী হন। এরপর ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির জি এম কাদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ সাঈদ নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির জি এম কাদের পুনরায় জয়ী হলেও ২০২৪ সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো মতিয়ার রহমান বিজয়ী হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে