Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ জেলা ভোটের মাঠে আওয়ামী লীগ ও বিএনপির শক্তিমত্তা প্রায় সমান। বিগত নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া) ফলাফল থেকে তেমনটাই দেখা গেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এবার নতুন করে ভোটের হিসাব করছে জেলাবাসী। এক নজরে দেখে নেয়া যাক কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।

কিশোরগঞ্জ-১ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬২): 
জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনটি।


প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে কাঁচি প্রতীকে আলাল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে হেদায়াতুল্লাহ হাদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীকে মো. মাসুদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মাজহারুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে মো. এনামুল হক, খেলাফত মজলিস থেকে দেওয়াল ঘড়ি প্রতীকে আহমদ আলী ও স্বতন্ত্র মোরগ প্রতীকে মো. রেজাউল করিম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এ কে এম শামসুল হক, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এবিএম জাহিদুল হক, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এ কে এম শামসুল হক, ১৯৯৯ সালে উপ-নির্বাচনে জাতীয় পার্টি (মঞ্জু) থেকে আলাউদ্দিন আহম্মদ, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ইদ্রিস আলী ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন।


কিশোরগঞ্জ-২ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৩): জেলার পাকুন্দিয়া উপজেলা ও কটিয়াদি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ আসনটি গঠিত।


প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে এডভোকেট মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র ময়ূর প্রতীকে মো. আনিসুজ্জামান খোকন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে টেলিভিশন প্রতীকে মো. বিল্লাল হোসেন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. আফজাল হোসেন ভূইয়া, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে নূর উদ্দীন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. শফিকুল ইসলামও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. আবুল বাসার প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আখতারুজ্জামান, ১৯৯৬ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আখতারুজ্জামান, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এম এ মান্নান, ২০০৮ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এম এ মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন।

কিশোরগঞ্জ-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৪): 
জেলার তাড়াইল উপজেলা ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনটি।


প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে জেহাদ খান, স্বতন্ত্র ফুটবল প্রতীকে এ.কে.এম আলমগীর, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. আবু বকর ছিদ্দিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে ড. মুহাম্মদ ওসমান ফারুক, গণতন্ত্রী পার্টি থেকে কবুতর প্রতীকে দিলোয়ার হোসাইন ভূঁইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে মো. আলমগীর হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ফজলুর রহমান, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আতাউর রহমান খান, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম, ২০০১ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম ও ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে মুজিবুল হক চুন্নু সংসদ সদস্য নির্বাচিত হন।

কিশোরগঞ্জ-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৫): 
জেলার ইটনা উপজেলা, মিঠামইন উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনটি গঠিত।


প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে খায়রুল ইসলাম ঠাকুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে বিল্লাল আহমেদ মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে মো. জয়নাল আবদিন, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মো. শাহীন রেজা চৌধুরী, স্বতন্ত্র ফুটবল প্রতীকে কাজী রেহা কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. ফজলুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. রোকন রেজা শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মিজানুল হক, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মিজানুল হক, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ওসমান ফারুক ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হন।

কিশোরগঞ্জ-৫ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৬): 
জেলার নিকলী উপজেলা ও বাজিতপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৫ আসনটি গঠিত।


প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. রমজান আলী, স্বতন্ত্র হরিণ প্রতীকে এ.এইচ.এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম), স্বতন্ত্র হাঁস প্রতীকে শেখ মজিবুর রহমান ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. মাহবুবুল আলম, বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে মো. সাজজাদ হোসেন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে মো. অলি উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবদুল হামিদ, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবদুল হামিদ, ১৯৯৬ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবদুল হামিদ, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মুজিবর রহমান মঞ্জু ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আফজাল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।


কিশোরগঞ্জ-৬ (জাতীয় সংসদের আসন নম্বর-১৬৭): 
জেলার কুলিয়ারচর উপজেলা ও ভৈরব উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনটি। 


প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. শরীফুল আলম, গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে শাফি উদ্দিন আহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে ডা. মোহাম্মদ হাবিল মিয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোহাম্মদ মুছা খান, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে আতাউল্লাহ আমীন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে নাঈমুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে মো. রুবেল হোসেন ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোহাম্মদ আয়ূব হুসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমির উদ্দিন আহমেদ, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মুজিবুর রহমান মঞ্জু, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মুজিবুর রহমান মঞ্জু ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জিল্লুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ