Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ঝিনাইদহ জেলা

ভোটের মাঠে ঝিনাইদহ জেলায় আওয়ামী লীগ অবস্থান বরাবরই ভালো ছিলো। দেশে বিগত দিনে অনুষ্ঠিত মোটামুটি স্বচ্ছ (বিগত ৩টি নির্বাচন ছাড়া) নির্বাচনগুলোর ফলাফলে তেমনটাই দেখা গেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে জেলার ভোটের চিত্রও। এই জেলায় এবার লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক ঝিনাইদহ জেলার ৪টি নির্বাচনী আসনের চিত্র।


ঝিনাইদহ ১(সংসদীয় আসন ৮১): ঝিনাইদহ-১ আসনটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৩,০৬,৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৩,৫৭৯ জন এবং নারী ভোটার ১,৫২,৭৫৯ জন। হিজড়া ভোটারের সংখ্যা নেই।

প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী পাচ জন। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আবু ছালেহ মো মতিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো আসাদুজ্জামান এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মনিকা আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে ১৯৯১ এবং ১৯৯৬ সালের জুন নির্বাচনে আব্দুল ওয়াহাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জয়লাভ করেন। ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল হাই ধারাবাহিকভাবে নির্বাচিত হন।

ঝিনাইদহ ২(সংসদীয় আসন ৮২): ঝিনাইদহ ২ আসনটি হরিণাকুন্ডু উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়ন ব্যতীত গঠিত। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৪,৭৬,৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৭,৫৩৫ জন এবং নারী ভোটার ২,৩৮,৭৬৬ জন। হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ৫ জন।

প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী ছয় জন। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে এইচ এম মমতাজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো আব্দুল মজিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীকে মো আসাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আলী আজম মো আবু বকর, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে সাওগাতুল ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে মো আবু তোয়াব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মসিউর রহমান ধারাবাহিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুল ইসলাম অপু আসনটিতে জয়লাভ করেন।

ঝিনাইদহ ৩(সংসদীয় আসন ৮৩): ঝিনাইদহ-৩ আসনটি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা, মহেশপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৪,০৩,২২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৩,৯৪৫ জন এবং নারী ভোটার ১,৯৯,২৭৭ জন। হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ৩ জন।

প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী চার জন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো মতিয়ার রহমান, গণঅধিকার পরিষদ (জিওয়িপি) থেকে ট্রাক প্রতীকে মোঃ সুমন কবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মাও সরোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


১৯৯১, ১৯৯৬ সালের জুনে এবং ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহিদুল ইসলাম মাস্টার ধারাবাহিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুল আজম খান আসনটি জয়ী হন।

ঝিনাইদহ ৪(সংসদীয় আসন ৮৪): ঝিনাইদহ-৪ আসনটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর জেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৩,১৫,৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৯,৬৩১ জন এবং নারী ভোটার ১,৫৫,৯৮৭ জন। হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ৪ জন।

প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী ছয় জন। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো আবু তালিব, স্বতন্ত্র থেকে কাপ-পিরিচ প্রতীকে মো সাইফুল ইসলাম ফিরোজ, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এমদাদুল ইসলাম (বাচ্চু), গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে খনিয়া খানম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে আব্দুল জলিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো রাশেদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৯১, ১৯৯৬ সালের জুনে এবং ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদুজ্জামান বেল্টু ধারাবাহিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল মান্নান আসনটি জয়ী হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ