ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ঝালকাঠি জেলা
ভোটের মাঠে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অবস্থান ছিলো প্রায় সমান। দেশে যেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমনটাই দেখা গেছে। অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই তাই পাল্টে গেছে এই জেলার ভোটের অবস্থা। এখানে এবার লড়াই হতে পারে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের মধ্যে। দেখে নেয়া যাক ঝালকাঠি জেলার ২টি নির্বাচনী আসনের চিত্র।
ঝালকাঠি-১ (জাতীয় সংসদের আসন নম্বর-১২৫): জেলার রাজাপুর উপজেলা ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনটি।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র মোরগ প্রতীকে মো সাব্বির আহমেদ, স্বতন্ত্র হাঁস প্রতীকে এম. মঈন আলম ফিরোজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম জামাল, জনতার দল থেকে কলম প্রতীকে মো জসীম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে মো কামরুজ্জামান খান, জাতীয় পার্টি - জেপি থেকে বাইসাইকেল প্রতীকে মো রুবেল হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ফয়জুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে ইব্রাহিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তারা প্রতীকে মো সোহরাব হোসেন ও গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো শাহাদৎ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শাহজাহান ওমর, ১৯৯৬ সালে জাতীয় পার্টি (এরশাদ) থেকে আনোয়ার হোসেন মঞ্জু, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শাহজাহান ওমর ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বজলুল হক হারুন সংসদ সদস্য নির্বাচিত হন।
ঝালকাঠি-২ (জাতীয় সংসদের আসন নম্বর-১২৬): ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসনটি গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে সৈয়দ রাজ্জাক আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি.এন.পি থেকে ধানের শীষ প্রতীকে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো মাহমুদুল ইসলাম সাগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এস এম নেয়ামুল করিম, স্বতন্ত্র কলস প্রতীকে মো নূরুদ্দীন সরদার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে ফোরকান হোসেন ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তারা প্রতীকে মাসুদ পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গাজী আজিজ ফেরদৌস, ১৯৯৬ সালে জাতীয় পার্টি (এরশাদ) থেকে জুলফিকার আলী ভুট্টো, ২০০০ সালে উপ-নির্বানে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমির হোসেন আমু, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমির হোসেন আমু সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে