ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দিনাজপুর জেলা
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় এবার ভোটের লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। তবে ভোটের লড়াইতে চমক দেখাতে পারে জাতীয় পার্টিও। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এবার নতুন করে এমন ভোটের হিসাব করছে জেলাবাসী। চলুন এক নজরে দেখে দেখে আসি দিনাজপুরের ৬টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।
দিনাজপুর-১ (জাতীয় সংসদের আসন নম্বর-৬):
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা নিয়ে দিনাজপুর-১ আসনটি গঠিত। এই আসনটি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল। এই আসনে মোট ভোটার ৩,৯২,৭১১। এর মধ্যে পুরুষ ১,৯৭,১৮৯, নারী ১,৯৫,৫২০ ও হিজড়া ভোটার ২ জন।
প্রার্থী: দিনাজপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. মনজুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. মতিউর রহমান, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. রিজুওয়ানুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. চাঁন মিয়া, জাতীয় পার্টি থেকে মো. শাহিনুর ইসলাম ও জাকের পার্টি থেকে রঘুনাথ চন্দ্র রায়।
দিনাজপুর-১ আসন থেকে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আব্দুল মালেক সরকার, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. আমিনুল ইসলাম, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আব্দুর রৌফ চৌধুরী, ২০০১ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে আব্দুল্লাহ আল কাফি ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল।
দিনাজপুর-২ (জাতীয় সংসদের আসন নম্বর-৭):
জেলার বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলা নিয়ে দিনাজপুর-২ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৩,৪৯,০৭৯ জন। এর মধ্যে পুরুষ ১,৭৬,২৩৮ ও নারী ভোটার ১,৭২,৮৪১ জন।
প্রার্থী: দিনাজপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. সাদিক রিয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এ, কে, এম আফজালুল আনাম, স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন, মোঃ জুলফিকার হোসেন, জাতীয় পার্টি থেকে মো. জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলিম লীগ থেকে মো. মোকারম হোসেন, জাতীয় পার্টি (জেপি) থেকে সুধীর চন্দ্র শীল, স্বতন্ত্র মো. আ ন ম বজলুর রশীদ ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোবায়ের সাঈদ।
দিনাজপুর-২ আসনটিতে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সতীষ চন্দ্র রায়, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সতীষ চন্দ্র রায়, ১৯৯৬ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সতীষ চন্দ্র রায়, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মাহবুবুর রহমান ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে খালিদ মাহমুদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
দিনাজপুর-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-৮):
দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসনটি। এই আসনের মোট ভোটার ৩,৯২,৮৭৫। এর মধ্যে পুরুষ ১,৯৪,৯৭৯, নারী ১,৯৭,৮৯৪ ও হিজড়া ভোটার ২ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে সৈয়দ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ মাইনুল আলম, জাতীয় পার্টি থেকে আহমেদ শফি রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. খাইরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে কিবরিয়া হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রেজাউল করিম, বাংলাদেশ মুসলিম লীগ থেকে লায়লা তুল রীমা ও জনতার দল থেকে মো. রবিউল ইসলাম।
দিনাজপুর-৩ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমজাদ হোসেন, ১৯৯১ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ থেকে এম আব্দুর রহিম, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খুরশীদ জাহান হক ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ইকবালুর রহিম নির্বাচিত হয়ে সংসদে যান।
দিনাজপুর-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-৯):
দিনাজপুর জেলার খানসামা উপজেলা ও চিরিরবন্দর উপজেলা নিয়ে দিনাজপুর-৪ আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার ৩,৯৮,৮২৩। এর মধ্যে পুরুষ ২,০০,৬৩৮, নারী ১,৯৮,১৮৩ ও হিজড়া ভোটার ২ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আফতাব উদ্দীন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আনোয়ার হোসাইন ও জাতীয় পার্টি (জেপি) থেকে শাহ মোঃ নুরুল আমিন শাহ।
দিনাজপুর-৪ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে মিজানুর রহমান মানু, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মিজানুর রহমান মানু, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মিজানুর রহমান মানু, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আখতারুজ্জামান মিয়া ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্য নির্বাচিত হন।
দিনাজপুর-৫ (জাতীয় সংসদের আসন নম্বর-১০):
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনটি । এখানকার মোট ভোটার ৪,৫০,১৩৮। এর মধ্যে পুরুষ ২,২৫,১৩১, নারী ২,২৫,০০৪ ও হিজড়া ভোটার ৩ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে এ কে এম কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র মোঃ হযরত আলী বেলাল, জাতীয় পার্টি থেকে মোঃ কাজী আব্দুল গফুর, স্বতন্ত্র এ, জেড, এম, রেজওয়ানুল হক, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে মোঃ আব্দুল আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মো, আব্দুল কাদের চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. রুস্তম আলী।
দিনাজপুর-৫ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান ফিজার, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান ফিজার, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান ফিজার, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান ফিজার ও ২০০৮ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান ফিজার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
দিনাজপুর-৬ (জাতীয় সংসদের আসন নম্বর-১১):
জেলার দক্ষিণের চারটি উপজেলা নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৫,২৫,৯২৩। এর মধ্যে পুরুষ ২,৬২,৩৮৮, নারী ২,৬৩,৫২৪ ও হিজড়া ভোটার ১১ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আবু জাফর মোঃ জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মোঃ আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ নুর আলম ছিদ্দিক, জাতীয় পার্টি - জেপি থেকে মোঃ রেজাউল হক ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে মো. আব্দুল হক নির্বাচনে লড়ছেন।
দিনাজপুর-৬ আসনে ১৯৮৬ ন্যাপ (মুজাফফর) থেকে জাফর মুহাম্মদ লুৎফর, ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আজিজুর রহমান চৌধুরী, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু, ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আজিজুর রহমান চৌধুরী ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজিজুল হক চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে