Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চুয়াডাঙ্গা জেলা

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলায় মোট আসন ২ টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই পুরো জেলায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা -১(সংসদীয় আসন ৭৯): চুয়াডাঙ্গা-১ আসনটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৮৪,৩৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪১,৬৮০ জন এবং নারী ভোটার ২,৪২,৭০৫ জন। হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ৪ জন।

প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী তিন জন। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো মাসুদ পারভেজ, বিএনপি থেকে মো শরীফুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ জহুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই আসনে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে সম্মিলিত বিরোধী দলের মোহাম্মদ শাহজাহান জয়ী হন। ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিয়া মোহাম্মদ মনসুর আলী আসনটি দখল করেন। ১৯৯৬ সালের নির্বাচনে শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচিত হন। ২০০১ সালে শহীদুল ইসলাম বিশ্বাস একই দলের হয়ে সংসদ সদস্য হন। ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ধারাবাহিকভাবে আসনটি জয়ী হন।

চুয়াডাঙ্গা -২(সংসদীয় আসন ৮০): চুয়াডাঙ্গা-২ আসনটি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলা, জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন, নেহালপুর, গড়াইটুপি ইউনিয়ন ও বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৪,৬৬,১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৪,৪০৪ জন এবং নারী ভোটার ২,৩১,৬৯৪ জন।

প্রার্থী: আসন্ন নির্বাচনে এই আসনে মোট প্রার্থী তিন জন। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো হাসানুজ্জামান এবং বিএনপি থেকে মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এই আসনে ১৯৮৬ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ) থেকে মির্জা সুলতান রাজা সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির হাবিবুর রহমান হবি জয়ী হন। ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে হাবিবুর রহমান আসনটি দখল করেন। ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে মোজাম্মেল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধারাবাহিকভাবে নির্বাচিত হন। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের আলী আজগার টগর ধারাবাহিকভাবে আসনটি জয়ী হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ