ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বাগেরহাট জেলা
আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বাগেরহাট জেলা। দেশে যেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমনটাই দেখা গেছে। তবে অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে গোপালগঞ্জের পাশে অবস্থিত এই জেলার ভোটের চিত্রও। এখানে এবার লড়াই হবে মূলতো বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক বাগেরহাট জেলার ৪টি নির্বাচনী আসনের চিত্র।
বাগেরহাট-১ (জাতীয় সংসদের আসন নম্বর-৯৫): জেলার ফকিরহাট উপজেলা, চিতলমারী উপজেলা ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসন।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে স. ম. গোলাম সরোয়ার, বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে এম. ডি. শামসুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল থেকে হাত (পাঞ্জা) প্রতীকে আ সবুর শেখ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঈগল প্রতীকে মোঃ আমিনুল ইসলাম, স্বতন্ত্র ফুটবল প্রতীকে মো শেখ মাছুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো মশিউর রহমান খান ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকে এম এ এইচ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমএ খয়ের, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোজাম্মেল হোসেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলটির সভানেত্রী শেখ হাসিনা, ১৯৯৬ উপ-নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখ হেলাল উদ্দীন, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলটির সভানেত্রী শেখ হাসিনা, ২০০১ সালে উপ-নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখ হেলাল উদ্দীন, ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলটির সভানেত্রী শেখ হাসিনা ও ২০০৯ সালে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখ হেলাল উদ্দীন সংসদ সদস্য নির্বাচিত হন।
বাগেরহাট-২ (জাতীয় সংসদের আসন নম্বর-৯৬): জেলার কচুয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলা নিয়ে বাগেরহাট-২ আসনটি গঠিত। প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে শেখ আতিয়ার রহমান, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে এম এ এইচ সেলিম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে শেখ মনজুরুল হক (রাহাদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এ. এস. এম. মুস্তাফিজুর রহমান, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মীর সাখাওয়াত আলী দারু, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এমএএইচ সেলিম ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মীর শওকাত আলী বাদশা সংসদ সদস্য নির্বাচিত হন।
বাগেরহাট-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-৯৭): জেলার মোংলা উপজেলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনটি।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে এম এ এইচ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মাদ আব্দুল ওয়াদুদ সেখ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তারা প্রতীকে মো হাবিবুর রহমান মাষ্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে শেখ ফরিদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে শেখ জিল্লুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তালুকদার আব্দুল খালেক, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তালুকদার আব্দুল খালেক, ২০০১ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তালুকদার আব্দুল খালেক ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে হাবিবুন নাহার সংসদ সদস্য নির্বাচিত হন।
বাগেরহাট-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-৯৮): জেলার মোড়লগঞ্জ উপজেলা ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৪ আসনটি গঠিত।
প্রার্থী: অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো আব্দুল আলীম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তারা প্রতীকে মো আ লতিফ খাঁন, স্বতন্ত্র হরিণ প্রতীকে কাজী খায়রুজ্জামান (শিপন), জাতীয় পার্টি - জেপি থেকে লাঙ্গল প্রতীকে সাজন কুমার মিস্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে সোম নাথ দে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবদুল সাত্তার আকন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোজাম্মেল হোসেন, ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবদুল সাত্তার আকন ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোজাম্মেল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে