Views Bangladesh Logo

এনটিএমসি অ্যাপে পূজামণ্ডপের ১৩২টি ঘটনার রিপোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশের দুর্গাপূজার মণ্ডপগুলোতে মোট ১৩২টি ঘটনার তথ্য “শারদীয় সুরক্ষা” অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। সোমবার ঢাকার তেজগাঁওয়ে এনটিএমসি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এসব রিপোর্টের মধ্যে প্রতিমা ভাঙচুর, ভক্তদের প্রবেশে বাধা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

এনটিএমসি কর্তৃক তৈরি এ অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনা রিপোর্ট করতে পারেন। এরপরই নোটিফিকেশন পুলিশ ও অন্যান্য সংস্থার কাছে পৌঁছে যায়, যাতে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হয়।

এ বছর সারা দেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে ২ লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৮৪ হাজার সদস্য অ্যাপের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া প্রায় ২,৫০০ জন অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্য প্রতিক্রিয়াশীল হিসেবে কাজ করছেন এবং প্রায় ১,০০০ কর্মকর্তা বিভিন্ন প্রশাসনিক স্তরে কার্যক্রম তদারকি করছেন।

এনটিএমসি প্রধান জানান, রিপোর্টকৃত ঘটনাগুলোর সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পাশাপাশি একটি ৩২ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যম টিম সার্বক্ষণিকভাবে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে কাজ করছে।

মেজর জেনারেল কাইয়ুম বলেন, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রয়েছে এবং প্রযুক্তিভিত্তিক এ পর্যবেক্ষণ ব্যবস্থা শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ