Views Bangladesh Logo

মনোনয়ন ফিরে পেতে শেষ দিনে ১৩১ প্রার্থীর আপিল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শেষ দিন ছিলো উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় বিকাল পাঁচটা পেরিয়ে গেলেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার উত্তর সিটির আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে চলেছে আবেদন গ্রহণ। শেষ দিনে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থয়ী কেন্দ্রীয় আপিল বুথ থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকাল পাঁচটা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলে।

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০-১৮ জানুয়ারি। শুনানি কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ