নির্বাচনে কেন্দ্রপ্রতি ১৩ জন আনসার-ভিডিপি, দেশজুড়ে থাকবে ১১৯১টি স্ট্রাইকিং ফোর্স টিম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় আনসার সদস্যদের কোনো স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়নে জড়ানো যাবে না।’ এছাড়া তিনি যে কোনো বেআইনি আদেশ মানা থেকে বিরত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে