Views Bangladesh Logo

সায়দাবাদে আবাসিক হোটেল থেকে ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর দক্ষিণ সায়দাবাদে একটি আবাসিক হোটেলের পাঁচতলার কক্ষে অজ্ঞাতপরিচয় ১২ বছর বয়সী এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাশাপাশি তার পায়ুপথে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বশির জানান, পাঁচ তলার ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং বিছানায় শিশুটির মরদেহ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মৃত শিশুটি দুই দিন আগে অন্য কারো সঙ্গে ওই হোটেলে উঠেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। শিশুটির গায়ে শ্বাসরোধের চিহ্ন ও পায়ুপথে আঘাতের প্রমাণ পাওয়ায় হত্যা সন্দেহ করা হচ্ছে।

সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদন্ত চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ