পহেলা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ব্যান্ড ফেস্ট
প্রতিবছরের মতো এবারও ১ ডিসেম্বর চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে ২০১৪ সাল থেকে দিনটি বিশেষভাবে উদযাপন করে আসছে চ্যানেল আই। এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের ১২তম আসর।
বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড স্টুডিও থেকেই দিনব্যাপী পরিবেশনা উপস্থাপন করবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যান্ড ফেস্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ, সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীসহ ব্যান্ড সংশ্লিষ্ট অনেকে।
শাইখ সিরাজ বলেন, স্বাধীনতার পর ব্যান্ড সংগীতের পথচলা সহজ ছিল না। নানা বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছে বাংলাদেশের ব্যান্ড সংগীত। প্রয়াত আইয়ুব বাচ্চুর উদ্যোগকে সম্মান জানিয়ে চ্যানেল আই প্রতি বছর এই আয়োজন করে আসছে। তিনি জাতীয়ভাবে ‘ব্যান্ড দিবস’ পালনের প্রস্তাবও তুলে ধরেন।
ফুয়াদ নাসের বাবু জানান, আইয়ুব বাচ্চুর অনুপ্রেরণায় এই আয়োজন শুরু হয়েছিল এবং ব্যান্ড সংগীত এখন মূলধারার অংশ। চ্যানেল আইয়ের ধারাবাহিক সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে, স্পন্সর প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী বলেন, তরুণদের সামাজিক মাধ্যমে আসক্তি থেকে বের করে আনতে এমন উৎসব প্রয়োজন। তিনি আইয়ুব বাচ্চুর নামে মিউজিক অ্যাওয়ার্ড চালুর দাবি জানান।
১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টে যে ব্যান্ডগুলো পারফর্ম করবে: উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা এবং ডিফারেন্ট টাচ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে