Views Bangladesh Logo

‘১২ লাখ মানুষ চাকরি হারিয়েছেন, আরও ১২ লাখ বেকার হতে পারেন’

সংকোচনমূলক মুদ্রানীতির কারণে দেশে ১২ লাখ মানুষ ইতিমধ্যেই চাকরি হারিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগামী ছয় মাসে আরও ১২ লাখ মানুষ কর্মসংস্থান হারাতে পারেন। মঙ্গলবার রাজধানীতে এলডিসি উত্তরণ বিষয়ে আইসিসিবি আয়োজিত সেমিনারে এসব আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।

সেমিনারে বক্তারা বলেন, সুদের হার কখনোই এক অংকের ঘরে ছিল না। দক্ষতা বাড়িয়ে এলডিসি উত্তরণের প্রভাব মোকাবিলার তাগিদ দেন তারা।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের দ্বারপ্রান্তে। এই বছরের নভেম্বর মাসে এ অর্জনের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানবসম্পদ উন্নয়নের স্বীকৃতি পাবে। তবে এর পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা কমবে, বিদেশি রেয়াতি ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে এবং ব্যাংকিং খাতসহ অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জে পড়তে হবে।

এলিডিসি উত্তরণ নিয়ে আয়োজিত সেমিনারে আলোচকরা বলেন, স্বল্প সুদে বিদেশি অর্থায়নের সুযোগ কমে আসছে। এতে দেশের ব্যাংকিং খাত চাপে পড়বে। প্রভাব মোকাবিলায় আর্থিক খাতকে প্রস্তুত করা জরুরি বলে মনে করেন তারা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সুশাসনের অভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। খেলাপি কমাতে না পারলে ব্যাংকগুলো সমস্যায় পড়বে। এজন্য ব্যাংকিং খাতে নিয়মনীতির সঠিক বাস্তবায়ন অপরিহার্য।

এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ বলেন, মনিটারি পলিসি কঠোর করাতে ১২ লাখ লোক ইতিমধ্যেই চাকরি হারিয়েছে। বর্তমানে তারা বেকার এবং এই অবস্থা চলতে থাকলে আগামী ছয় মাসে আরও ১২ লাখ মানুষ চাকরি হারাতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নীতি কার্যকর করতে হলে সুদহার ও মূল্যস্ফীতি কমানোর জন্য খেলাপি ঋণ কমাতে হবে। ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, এনপিএ কখনও কম ছিল না; এটা কাগজে-কলমে কম দেখানো হতো। বাস্তবে এটি বেশি ছিল। যদি সুদ হার কমাতে হয়, এনপিএকে সত্যিকার অর্থে কমাতে হবে।

তিনি বিগত সময়ে ব্যাংক খাতের লুটপাট ও অর্থপাচারের বিষয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলোর নীরবতারও সমালোচনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ