ভারত থেকে দেশে ফিরলেন ১২৮ মৎস্যজীবী
ভারত থেকে ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন। একই সময় ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশ থেকে ভারতে হস্তান্তর করা হয়েছে। দুই দেশের প্রত্যাবাসন ও বন্দি বিনিময় চুক্তির আওতায় এটি সম্পন্ন হয়।
মৎস্যজীবীদের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে আনা হয় এবং পরে তাদের পরিবারে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ নেভি ২৩ ভারতীয় মৎস্যজীবী ও ২টি জাহাজ আটক করেছিল বাংলাদেশী জলসীমায় অবৈধ মৎস্য শিকার করার অভিযোগে। একই সময়ে, ভারতীয় কোস্ট গার্ড ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী ও ৫টি জাহাজ আটক করেছিল ভারতের জলসীমায় মাছ ধরার অভিযোগে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় উদ্যোগে বন্দি ও জাহাজ বিনিময় কার্যক্রম সম্পন্ন করা হয়। ২৯ জানুয়ারি ২৩ ভারতীয় মৎস্যজীবী ও ২টি জাহাজ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়, এবং পরের দিন ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী ও ৫টি জাহাজ দেশে ফিরে আসে।
এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে